Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় ট্রলরি জালে আটকে মারা গলেো বলিুপ্ত প্রায় গ্রীণ সী টার্টেল

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ৫:০৭ পিএম | আপডেট : ৮:৪৮ পিএম, ১৮ মে, ২০২২

 কলাপাড়ার রাবনাবাদ নদীতে ট্রলরি জালে আটকে মারা গছেে ৩৫ কজেি ওজনরে গ্রীণ সী টার্টেল ( সবুজ কাছমি)। বুধবার দুপুররে নদীর জোয়ারে লালুয়া ইউনয়িনরে বুড়াজালয়িা পয়ন্টে জালে পেচানো অবস্থায় মৃত এ কচ্ছপটি ভসেে আসে। কন্তিু নদীতে জোয়ার থাকায় সেটি উদ্ধাররে আগইে জোয়ারে পানতিে ভসেে যায়।
স্থানীয় জলেরো জানান, তারা প্রথমে নদীর চরে এটি মৃত অবস্থায় দখেতে পান। এর আগে এ জলে পল্লীতে এ ধরনরে কচ্ছপ দখেনেনি।
মৎস্য ও প্রানী গবষেক সাগরকিা স্মৃতি বলনে, মৃত কচ্ছপটরি বজ্ঞৈানকি নাম ঈযবষড়হরড় গুফড়ং. সামুদ্রকি এ সবুজ কচ্ছপটি তিনশ কেজি পর্যন্ত ওজনরে হয় এবং পাঁচ ফুট র্পযন্ত লম্বা হয়। কলাপাড়ার সমুদ্র উপকূলে এবারই প্রথম গ্রীণ সী র্টাটলে দেখা গেলো তাও মৃত। তাদরে ধারণা সমুদ্রে মাছ ধরা ট্রলরি জালে আটকে এটি মারা যাওয়ায় তারা জাল কেটে কচ্ছপটি ভাসিয়ে দয়িছে। এটি উদ্ধার করতে পারলে জাত নর্ণিয় করা যতেো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ