Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রান্নাঘরের তেল চিটচিটে টাইলস পরিষ্কার করবেন যেভাবে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২২, ১১:১৪ পিএম

রান্নাঘর সবচেয়ে বেশি নোংরা হয়। বিশেষ করে চুলার আশপাশের দেওয়াল বা টাইলস নিয়মিত রান্নার পর পরিষ্কার করা না হলে নোংরা জমে যায়। যা পরে পরিষ্কার করা বেশ কঠিন। তবে কয়েকটি উপায় মেনে আপনি কিন্তু খুব সহজেই পরিষ্কার করতে পারেন তেল চিটচিটে রান্নাঘরের টাইলস। সেক্ষেত্রে কী করণীয় চলুন তবে জেনে নেওয়া যাক-

>> রান্নাঘরের সিংক বা টাইলসে তেলের আস্তরণ পড়লে, ওই স্থানে লেবুর রস ছড়িয়ে কিছুক্ষণ স্থানটিতে বরফ ঘষে নিন। দেখবেন নোংরা পরিষ্কার হয়ে তেলচিটে ভাব চলে গেছে।

এছাড়া পানির সঙ্গে ভিনেগার মিশিয়েও বরফ জমিয়ে সেটা দিয়েও সরাসরি পরিষ্কার করতে পারেন তেল চিটচিটে টাইলস।

>> ২ পানিতে ২ কাপ ভিনেগার মিশিয়ে ওই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভরে টাইলসে স্প্রে করে কিছুক্ষণ রেখে নি। তারপর সাবান পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে টাইলস।

>> পরিষ্কারক হিসেবে ব্লিচ বেশ জনপ্রিয়। অনেকদিনের জমা তেল ও ময়লা পরিষ্কার করা বেশ কষ্টকর।

সেক্ষেত্রে পানির সঙ্গে ব্লিচ মিশিয়ে টাইলসে ঘষলেই উঠে যাবে ময়লা। তারপর একটি কাপড় দিয়ে মুছে নিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন