নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা,চট্টগ্রাম থেকে : ঢাকা পর্বে ৪ ম্যাচের ৪টিতেই হেরে চট্টগ্রামে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অবতীর্ণ হচ্ছে আসরের অন্যতম ফেভারিট রংপুর রাইডার্সের সাথে। শেষ চারের ঠিকানা খুঁজে নিতে এই ম্যাচটি কুমিল্লার জন্য ডু অর ডাই ম্যাচ বলে গণ্য হলেও মাশরাফি হারানোর কিছু নেই, এই দর্শনে খেলতে চান আজÑ ‘যেহেতু কোন কিছুই আমাদের পক্ষে আসে নাই, তাই হারানোর কিছু নেই। এখন ফাইট করতে হবে মাঠে। দেখি কি হয়।’ ওই চারটি ম্যাচের কোনটাতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স আপ টু দ্য মার্ক ছিল না বলে মনে করছেন দলটির অধিনায়ক মাশরাফিÑ ‘আমরা কোনো ম্যাচে কাছেই যেতে পারিনি। পরিস্কারভাবে আমরা ব্যাটিংয়ে আপ টু দ্যা মার্ক ছিলাম না। শেষ ম্যাচে বোলিংও ভালো হয়নি।’
বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলেই টুর্নামেন্টের শুরুতে দলটির উপর ছিল প্রত্যাশার চাপ। এখন প্রত্যাশার চাপ অনুভব করছেন না মাশরাফি। তাই চাপমুক্ত ক্রিকেটের উপায়ই খুঁজছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়কÑ ‘এখন তেমন প্রত্যাশা নেই বলে চাপটাও অনেক কম থাকবে।’ বিপিএল মানেই ট্রফিটা মাশরাফির। গত তিন আসরের তিনটির ট্রফিই হাতে উঠেছে মাশরাফির। চতুর্থ আসরে এসে সেই মাশরাফি পড়েছেন কঠিন শঙ্কায়। ফেলে আসা সুখময় অতীত তাই মনে করতে চাচ্ছেন না মাশরাফিÑ ‘জীবন তো সব সময় এক রকম চলে না। অনেক সময় কঠিন হয়। এটা একটা নতুন চ্যালেঞ্জ, গত বছর পেছনে যা ফেলে এসেছি, তাই তা নিয়ে আমি ভাবছি না।’
কৌশল পরিবর্তন করে নুতন কিছুর চেষ্টা আদৌ করবেন কি না, তা ঠিক করেননি মাশরাফি- ‘নতুন কিছু ট্রাই করার কিছু নেই। কারণ যারা আছে তারা যদি পারফর্ম না করে, তাহলে নতুন কিছু দিয়ে তো হবে না।’ খেলাটি উপভোগ না করলে ফলাফল পক্ষে আসবে না বলে মনে করছেন মাশরাফিÑ ‘টি-টুয়েন্টি সবার এনজয় করা উচিত। এ খেলাটাই এরকম, সবাইকে আনন্দ দেওয়ার জন্য। এই ফরমেটের ক্রিকেটে ব্যাটসম্যানকে শটস খেলতে হবে, প্রথম বলেই শটস খেলতে গিয়ে আউট হয়ে যেতে পারে সে। তাই এখানে কোনো ব্যাটসম্যানের ফর্ম বিচার করা কঠিন। বা ওই ব্যাটসম্যানটা কেমন এইটা বিচার করা অনেক কঠিন। নিজের উপর থেকে যতোটা চাপমুক্ত হওয়া যায়, সেটাই উত্তম।’
কুমিল্লা যখন আজ হারানোর কিছু নেই, এই দর্শনে রাতে অবতীর্ণ হচ্ছে রংপুর রাইডার্সের সঙ্গে, সেখানে দুপুরে দর্শকদের প্রত্যাশা পূরনে রাজশাহী কিংসের বিপক্ষে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই চিটাগাং ভাইকিংসের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।