Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ-তপু-দিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০২২, ৭:৩৪ পিএম | আপডেট : ৭:৩৫ পিএম, ১৭ মে, ২০২২

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে ২০২১ সালের বর্ষসেরা ক্রীড়িাবিদের পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, ফুটবলার তপু বর্মন এবং আরচ্যার দিয়া সিদ্দিকী। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই অ্যাওয়ার্ডের বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়নের তালিকাতেও রয়েছেন এই তিনজন। পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য মিরাজ ও তপু বর্মনের সঙ্গে নারী ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা মনোনীত হয়েছেন। বর্ষসেরা ক্রীড়াবিদ ও পপুলার চয়েজ পুরস্কার পাওয়া ক্রীড়াবিদের নাম ঘোষণা করা হবে ৩ জুন হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠেয় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে। ২০ থেকে ৩০ মে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভক্তরা ভোট দিতে পারবেন এ দুই ক্যাটাগরিতে। এছাড়া বর্ষসেরা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, ফুটবলার তপু বর্মন, হকি খেলোয়াড় সোহানুর রহমান সবুজ, বর্ষসেরা আরচ্যার দিয়া সিদ্দিকী, বডিবিল্ডার মাকসুদা আক্তার মৌ, কোচ অস্কার ব্রুজেন, সাইক্লিষ্ট ফয়সাল হোসেন, নারী ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা, উদীয়মান ক্রীড়াবিদ অ্যাথলেট ঋতু আক্তার, ক্রিকেটার শরিফুল ইসলাম, জিমন্যাস্ট আলী কাদের হক এবং বিশেষ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবরার আবদুল গাফফার। মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেে (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএসপিএর সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক সামন হোসেন। এ সময় স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ