গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দৈনিক ইনকিলাব ইউনিটের চীফ পুনর্নির্বাচিত হয়েছেন সিনিয়র রিপোর্টার উমর ফারুক আলহাদী এবং নতুন ডেপুটি ইউনিট চীফ হয়েছেন সহ-সম্পাদক মুহাম্মদ সানাউল্লাহ। গতকাল (বৃহস্পতিবার) দৈনিক ইনকিলাবের বার্তা বিভাগে অনুষ্ঠিত ইউনিটের এক জরুরি সভায় দু’বছরের জন্য সর্বসম্মতভাবে তাদের নির্বাচিত করা হয়।
এর আগে উমর ফারুক আলহাদীর সভাপতিত্বে শুরু ডিইউজে দৈনিক ইনকিলাব ইউনিটের জরুরি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে’র ভাইস প্রেসিডেন্ট মুন্সী আব্দুল মান্নান, ডিইউজে’র প্রচার সম্পাদক আকন আব্দুল মান্নান, দৈনিক ইনকিলাবের চীফ রিপোর্টার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রফিক মোহাম্মদ, বিশেষ সংবাদদাতা সাখাওয়াত হোসেন বাদশা, মফস্বল সম্পাদক জামান সৈয়দী, স্টাফ রিপোর্টার হাসানউজ্জামান প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা ফজলুর রহমান মুন্্শী, শিফট ইন-চার্জ হুমায়ন হাসান, বিশেষ সংবাদদাদাত তালুকদার হারুন, সিনিয়র রিপোর্টার আব্দুর রহিম, চীফ ফটো সাংবাদিক ইকবাল হাসান নান্টু, সহ-সম্পাদক মহসিন হোসাইন প্রমুখ। সভা শেষে দৈনিক ইনকিলাব পরিবারের কল্যাণ কামনায় মাওলানা ফজলুর রহমান মুনশীর পরিচালনায় বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।