গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের নামে খোলা একটি ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ছাত্রলীগের এক নেতা।
রোববার (১৫ মে) রাজধানীর শাহবাগ থানায় এ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ ছাত্রলীগের ‘ঢাকা আইন জেলা শাখা’র সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ। বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।
তিনি বলেন, আমরা লিখিত একটি অভিযোগ পেয়েছি। এখনো মামলা হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা এটি যাচাই করে মামলা হিসেবে নিতে বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
থানায় অভিযোগের বিষয়ে নুরুল হক নুর বলেন, ফেসবুকে আমার নিয়ন্ত্রণাধীন যে পেজ তাতে ১৩ লাখ ফলোয়ার। যে পেজ থেকে পোস্ট দিয়েছে সেখানে দেড় লাখ ফলোয়ার। এটি আমার নয়। আমি আমার ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছি। এ পেজটি যারা চালায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আহ্বান থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।