Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলেনপন্থী শিক্ষকদের পাকিস্তান ত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১০:০৩ এএম, ১৮ নভেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্র নিবাসী বিতর্কিত তুর্কি ধর্মীয় নেতা ফাতহুল্লাহ গুলেনের অনুসারী অভিযোগে একশত তুর্কি শিক্ষক এবং তাদের পরিবারের সদস্যদের পাকিস্তান ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের গতকাল থেকে শুরু হওয়া দুদিনব্যাপী পাকিস্তান সফরকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, গত রোববার তুর্কি শিক্ষক এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা বাতিল করে দেশে ফিরে যেতে বলা হয়েছে। লিখিত নির্দেশে আগামী ২০ নভেম্বরের মধ্যে তাদের পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। পাকিস্তানে ১৯৯৫ সালে তুর্কি সরকারের একটি আন্তর্জাতিক এনজিওর অধীনে পাক-তুর্ক আন্তর্জাতিক স্কুল ও কলেজ চালু হয়। লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, মুলতান, করাচি, হায়দারাবাদ, খায়েরপুর, জামশোরো এবং কোয়েটায় প্রতিষ্ঠানটির ২৮টি শাখা রয়েছে। সব শাখা মিলিয়ে প্রতিষ্ঠানটিতে প্রায় ১১ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে আসছে। তাদের পাঠদানে নিয়োজিত রয়েছেন ১০৮জন তুর্কি শিক্ষক ও কর্মকর্তা। তাদের সঙ্গে পরিবারের চারশ’ সদস্যও বসবাস করেন। গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্র নিবাসী ফাতহুল্লাহ গুলেনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে তুর্কি সরকার। দেশে ফিরিয়ে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে তাকে প্রত্যর্পণেরও দাবি জানিয়ে আসছে দেশটি। এদিকে এই নির্দেশকে ‘আকস্মিক’ আখ্যা দিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন স্কুলটির মূল পরিচালনাকারী প্রতিষ্ঠান পাক-তুর্ক শিক্ষা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের একজন কর্মকর্তা বলেছেন, আমরা প্রতিষ্ঠানগুলোর সব তুর্কি অধ্যক্ষকে পরিবর্তন করে পাকিস্তানি শিক্ষক নিয়োগ করেছি। আমাদের সঙ্গে গুলেন মুভমেন্টের কোনো সম্পৃক্ততা নেই। ফলে শিক্ষকদের পাকিস্তান ত্যাগের সিদ্ধান্তের কোনো যথার্থতা নেই। সূত্র : ওয়েবসাইট।



 

Show all comments
  • ১৮ নভেম্বর, ২০১৬, ১০:২৬ এএম says : 0
    আরাকান কাশ্মীর এদের অধিকার রক্ষায় বিশ্ব নেতাদের বেশি বেশি আহবান করেন|
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ