মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন বিষয়ক ঐতিহাসিক চুক্তি থেকে বেরিয়ে আসবেন, এমন বক্তব্যে যারা উদ্বিগ্ন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাদেরকে সে সম্পর্কে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত কপ-২২ সম্মেলনে কেরি বলেন, নব নির্বাচিত প্রেসিডেন্ট ঠিক কি নীতি গ্রহণ করবেন, সেটা নিয়ে আমি অনুমান করতে চাই না। তিনি বলেন, তিনি তার অভিজ্ঞতায় মনে করেন কোনো কোনো বিষয় নির্বাচনী প্রচার অভিযানে যেমনটি দেখা যায়, বাস্তবে দায়িত্ব গ্রহণের পর তেমনটি মনে নাও হতে পারে। কেরি বলেন, প্রথমত জলবায়ু পরিবর্তনের বিষয়টি দলীয় কোনো বিষয় নয়। কেরির ভাষণে জাতিসংঘের প্রতিনিধি, বিভিন্ন দেশের কর্মকর্তা, যুক্তরাষ্ট্রের কংগ্রেস কমিটির সদস্যবৃন্দ এবং পরিবেশবিদদের বক্তব্যেরই প্রতিধ্বনি পাওয়া যায়। উল্লেখ্য, ২৫,০০০ প্রতিনিধির উপস্থিতিতে মরক্কোতে অনুষ্ঠিত কপ-২২’র এই সম্মেলনে কেরি বক্তব্য রাখেন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।