গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মিরপুর-১ এলাকার বাগদাদ শপিং কমপ্লেক্স থেকে ১২৬ অনিবন্ধিত ও চোরাই মোবাইলসহ আবুল হাশেম নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম জানান, র্যাব জানতে পারে একজন অসাধু মোবাইল ব্যবসায়ী সরকারের নির্ধারিত ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা অনিবন্ধিত, চোরাই ও নকল মোবাইল ফোন সামগ্রী বিক্রয় উদ্দেশ্যে মজুত করে রেখেছেন। পরে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ৮ টা ৫০ পর্যন্ত র্যাব-৪ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতিনিধিসহ সেই দোকানে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১২৬টি অনিবন্ধিত ও নকল মোবাইল ফোন ও পার্টস উদ্ধার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ব্যক্তি অবৈধ ব্যবসার সত্যতা স্বীকার করেছেন। অভিযান চলাকালীন বিটিআরসির প্রতিনিধিদল তাদের নিজস্ব সফটওয়ার ও সার্ভারের মাধ্যমে যাচাই করে বর্ণিত ১২৬ টি মোবাইল ফোন সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বলে জানায়। তার অন্যান্য সহযোগীদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।