মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মৃত্যু ঝুঁকিতে রয়েছে প্রায় ৭৫ হাজার শিশু। খাবারের অভাবে আগামী কয়েক মাসের মধ্যে এ শিশুগুলোর প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাইজেরিয়ার এই অঞ্চলটি সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারামের শক্ত ঘাঁটি বলে পরিচিত। তবে চলতি বছর প্রেসিডেন্ট বুহারি ক্ষমতা গ্রহণের পর তিনি বোকো হারামের বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা দেন। পরবর্তীতে সেনা অভিযানের পরিপ্রেক্ষিতে এ এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয় সন্ত্রাসী গোষ্ঠীটি। তবে পশ্চাদপসরণের আগে তারা এই এলাকাটিকে ধ্বংসস্তুপে পরিণত করে যায়। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সমন্বয়ক পিটার লন্ডবার্গ গত মঙ্গলবার বলেন,আমাদের হিসেবে ২০১৭ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ লোকের ত্রাণ সহায়তা প্রয়োজন। এদের মধ্যে ৪ লাখ শিশুর জরুরি সহযোগিতা প্রয়োজন। এরপরেও আগামী কয়েক মাসের মধ্যে আমাদের সামনে মারা যেতে পারে ৭৫ হাজার শিশু। তবে জাতিসংঘের এই কর্মকর্তা জানান, এই সংকট মোকাবেলায় জাতিসংঘের কাছে পর্যাপ্ত অর্থ নেই। তিনি এ জন্য আন্তর্জাতিক অংশীদার, বেসরকারি সংস্থা এবং নাইজেরিয়ার দাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক অংশীদারদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।