মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের সঙ্গে চলমান উত্তেজনার রেশ না কমায় কাশ্মীর সীমান্ত থেকে সাধারণ মানুষ ও গ্রামবাসীদের জোর করে সরিয়ে নিতে শুরু করেছে পাকিস্তান। এখন পর্যন্ত দেশটির নিয়ন্ত্রণে থাকা আজাদ ও জম্মু কাশ্মীর সীমান্ত এলাকার প্রায় ৮ হাজার গ্রামবাসীকে জোর করে সরিয়ে নেওয়া হয়েছে। গত বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়। আজাদ ও জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী রাজা ফারুক হায়দার বলেছেন, ভারতীয় শেল হামলা থেকে রক্ষায় এসব লোককে ‘নিরাপদ আশ্রয়ে’ সরিয়ে নেওয়া হচ্ছে। পাকিস্তানকে লক্ষ্য করে ছোড়া শেলের বিষয়ে ভারতের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ভারতীয় জম্মু কাশ্মীরে অবস্থানকারী মনীশ মেহতা বলেন, পাকিস্তানের পক্ষ থেকে অস্ত্রবিরতি লঙ্ঘন করা হলে তারা তার সমুচিত জবাব দেন। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।