Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলিতে অস্ত্রসহ ৪ জন আটক

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

হিলি সংবাদদাতা : হিলি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি, ভারতীয় এক লাখ টাকাসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব উদ্ধার করে বিজিবি।
এ ঘটনায় হিলি’র ধরন্দা গ্রামের আব্দুল কাদেরের ছেলে বাবুল মিয়া এবং সিরাজগঞ্জের সাহাজাতপুরের শহিদ আলীর ছেলে জাহাঙ্গীরকে অস্ত্রসহ আটক করা হয়। এ ঘটনায় নর্দান প্যালেস হোটেল মালিক লোকমান হোসেন বেলাল ও হোটেল ম্যানেজার সাহাবুল ইসলামকে হোটেল থেকে আটক করে বিজিবি।
জয়পুরহাট ৩ বিজিবি ব্যাটালিয়ন, অবস অফিসার, ক্যাপ্টেইন এম আশরাফ জানায়, হিলি সীমান্তে চোরাইপথে ভারত থেকে অস্ত্র চোরাচালানী করে নিয়ে সময় গোপন সংবাদের ভিত্তিতে বাবুল মিয়াকে একটি বিদেশী পিস্তলসহ হাতেনাতে আটক করা হয়।
পরে ওই গোপন সূত্রের ভিত্তিতে হিলি’র চারমাথা মোড় এলাকায় হোটেল নর্দান প্যালেসে পৃথক আর একটি অভিযান চালায়। হোটেলের দুটি রুম থেকে আরো দুটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সেখানে সিরাজগঞ্জের সাহাজাতপুরের শহিদ আলীর ছেলে জাহাঙ্গীরকে আটক করা হয়। এছাড়াও আরো একটি রুম থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
গতকাল শনিবার রাত ১২টায় হিলি সিপি বিজিবি হেড ক্যাম্পে সাংবাদিকদের ব্রিফিংকালে বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান (পিএসসি) জানান, বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা ওই অভিযানে জাপান ও বুলগেরিয়ার তৈরী ৩টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি, এক লাখ টাকার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোটেল মালিকসহ চারজনকে আটক করা হয়। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে নাসকতা ঘটনানোর উদ্দেশ্যেই অস্ত্রগুলো ভারত থেকে নিয়ে আসা হয়েছিলো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিলিতে অস্ত্রসহ ৪ জন আটক

১৫ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ