Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথ্বীরাজ চৌহানের গল্প নিয়ে আসছেন অক্ষয় কুমার, বিপরীতে মানুষী চিল্লার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ১২:০৩ এএম

পৃথ্বীরাজ চৌহানের সাহসিকতার কাহিনী নিয়ে রূপালি পর্দায় হাজির হচ্ছেন অক্ষয় কুমার। সঙ্গী নবাগতা মানুষী চিল্লার। এই ছবির সঙ্গেই ডেবিউ হচ্ছে প্রাক্তন মিস ওয়ার্ল্ডের। দীর্ঘ প্রতীক্ষার অবসান। সোমবার মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত 'পৃথ্বীরাজ' ছবির ট্রেলার। অক্ষয় কুমারকে এই ছবিতে দেখা যাবে নাম ভূমিকায়। দ্বাদশ শতাব্দীর রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনী এবার উঠে আসবে যশ রাজ ফিল্মসের এই পিরিয়ড ড্রামায়। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। ছবিতে আক্কির বিপরীতে থাকছেন বিশ্ব স্ন্দুরী মানুষী চিল্লার। এই ছবির সঙ্গেই বলিউডে জার্নি শুরু করবেন ২০১৭ সালে দেশকে মিস ওয়ার্ল্ডের তাজ এনে দেওয়া মানুষী। ছবির ট্রেলার জুড়ে ধরা পড়ল নির্ভীক এবং পরাক্রমশালী হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বীরত্বের ঝলক। দিল্লির সিংহাসনে বসা শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ। কেবল রাজসত্ত্বা নয়, প্রেমিক পৃথ্বীরাজকেও এই ছবিতে দেখব আমরা। পৃথ্বীরাজ-সংযুক্তার প্রেমকাহিনীর উদাহরণ আজও টানা হয়, জনশ্রুতিতে বিখ্যাত হয়ে রয়েছে এই প্রেমিক যুগল। কনৌজের রাজা জয়চন্দ্রের কন্যা ছিলেন সংযুক্তা। নিজের দেশ, নিজের মাতৃভূমিকে বিদেশি শক্তির হাত থেকে বাঁচাতে যে লড়াই করেছিলেন চৌহান বংশের এই রাজা, তাই এই ছবির মূল উপজীব্য। তরাইনের যুদ্ধ, মহম্মদ ঘোরির সঙ্গে পৃথ্বীরাজের সংঘাত সবই উঠে আসবে আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবিতে। অক্ষয়-মানুষী ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সোনু সুদ ও সঞ্জয় দত্ত। মহম্মদ ঘোরির ভূমিকায় অভিনয় করছেন মানব ভিজ। আগামী ৩ জুন হিন্দির পাশাপাশি তামিল,তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ