Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

দুই ভাইস প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মার্কিন ডেমোক্রেট নেতা ও বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইভেনের সঙ্গে গত বুধবার দেখা করেছেন রিপাবলিকান নেতা ও নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। পেন্স ইন্ডিয়ানার গভর্নর ও অভিজ্ঞ রাজনীতিবিদ। ওয়াশিংটনে ভাইস প্রেসিডেন্টের বাসভবনে বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইভেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বাইভেনের স্ত্রী জিল ও পেন্সের স্ত্রী কারিনও এ সময় উপস্থিত ছিলেন। পেন্সকে ওয়াশিংটনের বাসভবনে আসার আমন্ত্রণ জানিয়ে বাইভেন বলেন, পেন্সের নেয়া সব পদক্ষেপে তার সিনিয়র স্টাফ হিসেবে সহায়তা করব। সেখানে প্রায় ২ ঘণ্টা সস্ত্রীক অতিবাহিত করেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে বৈঠক শেষে বাইভেন বলেছেন, আগামী বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প শপথগ্রহণ করবেন। শপথের পর থেকে সবকিছু সঠিকভাবেই চলবে বলে আমি বিশ্বাস করি। বাইভেন আরো বলেন, নতুন সরকার গঠনের কাজটা কখনোই সহজ নয়। তাই যেকোনো প্রয়োজনে ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত আছি। প্রথমে আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছিল। পরবর্তীতে সবকিছু ঠিকমতোই চলেছে বলে পেন্স আশ্বস্ত করেন বাইভেন। রিপাবলিকান নেতা মাইক পেন্স মার্কিন রাজনীতিবিদদের মধ্যে অন্যতম অভিজ্ঞ। তিনি সুশৃঙ্খলভাবে ইন্ডিয়ার নেতৃত্ব দিয়েছেন। ট্রাম্পের রানিংমেট হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন। রাষ্ট্র পরিচালনায় বিরাট ভূমিকা রাখবেন পেন্স। রাজনৈতিকভাবে অভিজ্ঞতা না থাকা ট্রাম্পের প্রশাসন তিনিই চালাবেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকে মনে করেন ট্রাম্পের রাজনৈতিক শূন্যতা পূরণ করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সিএনএন, বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ