Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোবেল পুরস্কার নিতে সুইডেন যাচ্ছেন না বব ডিলান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নোবেল পুরস্কার নিয়ে নতুন নাটকীয়তার জন্ম দিলেন বব ডিলান। এবার সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার ঘোষণা শুনে আমেরিকান এই গীতিকবির নীরবতায় প্রত্যাখ্যানের গুঞ্জন ডালপালা মেলছিল। ১৪ দিন পর গত ২৯ অক্টোবর তিনি নোবেল কমিটিকে টেলিফোন করে পুরস্কার গ্রহণের কথা জানালে সেই গুঞ্জনের অবসান ঘটে। কিন্তু এখন তিনি রয়্যাল সুইডিশ একাডেমিতে চিঠি পাঠিয়ে পুরস্কার নিতে অসমর্থের কথা জানিয়েছেন বলে গত বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়। ব্যক্তিগত ওই চিঠিতে তিনি আগামী মাসে সুইডেন না যাওয়ার কারণ হিসেবে পূর্ব প্রতিশ্রুত একটি অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন বলে নোবেল কমিটি জানিয়েছে। তবে তিনি পুরস্কার প্রত্যাখ্যান করছেন না বলে নোবেল কমিটিকে আশ্বস্ত করেছেন। যদিও চিঠিতে তিনি লিখেছেন, এই পুরস্কারের জন্য মনোনীত হয়ে তিনি সম্মানিত বোধ করছেন। তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে পুরস্কারটি গ্রহণ করবেন। অবশ্য, হাতে হাতে পুরস্কার নিতে অসামর্থ্যরে ঘটনা এটাই তার প্রথম নয়। এর আগে হ্যারল্ড পিন্টার ও ডোরিস লেসিং পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি উপস্থিত হননি। আমেরিকার সংগীত ঐতিহ্যের নতুন কাব্যিক মূর্চ্ছনা সৃষ্টির জন্য ৭৫ বছর বয়সী রক, ফোক, ফোক-রক, আরবান ফোকের এই কিংবদন্তিকে এবার সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য বেছে নেয় কমিটি। এক্ষেত্রে প্রথার বিপরীতে হেঁটেছে এবার নোবেল কমিটি, যা নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে। সিএনএন,বিবিসি ও রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ