Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লঙ্কানদের প্রশংসা কাড়লেন সাকিব-নাঈম-তাইজুলরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ৮:৩৫ পিএম

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে রোববার সফরকারী শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে থামে ২৫৮ রানে। দিন শেষে লঙ্কান অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস ১১৪ রানে অপরাজিত ছিলেন। টেস্টের প্রথম দিনটি সফরকারী দলের হলেও লঙ্কানদের প্রশংসায় ভাসলেন বাংলাদেশের স্পিনার সাকিব-তাইজুল-নাঈমরা। ম্যাচে সাকিব আল হাসান ছিলেন দুর্দান্ত, সঙ্গে তাইজুল ইসলাম আর নাঈম হাসানের প্রশংসায় পঞ্চমুখ শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস।

তাই তো রোববার প্রথম দিনের খেলা শেষে মেন্ডিস গণমাধ্যমকে বলেন, ‘তাইজুল এবং অফস্পিনার নাঈম খুব ভালো বোলিং করেছে। উইকেটে একটু টার্ন আছে, তবে বেশি নয়। এটা একটু ধীরগতির। উইকেট টু উইকেটে বোলিং করেছে বাংলাদেশের স্পিনাররা। আমরা বড় শট খেলতে পারিনি। আমি মনে করি ফাস্ট বোলাররা ভালো বোলিং করেছে, উইকেট টু উইকেট। এই মাঠে তাদের কিছুই করার ছিল না।’

প্রায় ১৫ মাস পর খেলতে নেমে প্রতিপক্ষের ২ উইকেট তুলে নেন নাঈম, তাইজুলের শিকার ১টি, সমান ১টি উইকেট সাকিবেরও। বল হাতে সাকিব-তাইজুল মিতব্যয়ী ছিলেন বটে, তবে ধারাবাহিকভাবে সফরকারীদের উইকেট তুলে নিতে পারেননি। বাকিদের উপর চড়াও হয়ে রান বের করেছেন ম্যাথিউস। করেছেন ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি। সেই ম্যাথিউসের ব্যাটেই ডাবল সেঞ্চুরি দেখছেন মেন্ডিস। চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫০০ রান তোলার বার্তা তার কন্ঠে, ‘আমি মনে করি প্রথম দিনে ২৫৮ রান শেষ করা একটি ভাল স্কোর। আমার মনে হয় এই পিচে ৪০০-৫০০ রানের বেশি একটা ভালো সংগ্রহ। ম্যাথিউস খুব ভালো খেলেছে। এখন শ্রীলঙ্কা দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় সে। দাপুটে এক ইনিংস খেলেছেন। আমার মনে হয় আগামীকাল (সোমবার) ম্যাথিউস যদি ১৫০-২০০ রান করতে পারেন, তাহলে ভালো হবে।’

অন্যদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের শ্রীলঙ্কান স্পিন কোচ রঙ্গনা হেরাথ বলেন, ‘আমি বলবো আজকের ( রোববার) এটি সমানে-সমান পারফরম্যান্স। শ্রীলঙ্কার অবশ্যই কৃতিত্ব প্রাপ্য। বিশেষ করে অ্যাঞ্জেলো ম্যাথিউস দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছে। তারা ব্যাটিং ভালো করেছে এবং আমরা বোলিং ভালো করেছি।’ সোমবার ম্যাচের দ্বিতীয় দিন শ্রীলঙ্কাকে ৪০০ রানের মধ্যে বেঁধে ফেলতে চান বাংলাদেশের স্পিন কোচ, ‘তারা এখন ৪ উইকেটে ২৫৮ রানে আছে। তাই আগামীকাল (সোমবার) সকালে আমাদের দ্রুত দুইটি উইকেট নিতে হবে। আমরা তাদের ৪০০’র নিচে আটকাতে চাই। তাই তাদেরকে আর ১২০-১৩০ রানে অলআউট করতে হবে।’ অবশ্য লঙ্কানদের ৪০০ রানে আটকালেই যে কাজ শেষ হয়ে যাবে এমনটা নয়। ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার তিন স্পিনারকে খেলতে হবে বাংলাদেশের ব্যাটারদের। এ বিষয়েও সতর্ক টাইগারদের স্পিন কোচ হেরাথ। তার কথায়, ‘তাদের দলেও (লাসিথ) এম্বুলদেনিয়া, (রমেশ) মেন্ডিস ও ধনঞ্জয় (ডি সিলভা) এর মতো ভালো স্পিনার আছে। ফলে তাদের স্পিন আক্রমণও বেশ শক্তিশালী। তাই ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিন আমাদের জন্য ভালো চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ