Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেরে যাওয়ার পর প্রথম প্রকাশ্যে এলেন হিলারি

আন্তর্জাতিক ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৫৪ এএম, ১৮ নভেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়ে আর কোনো দিন বাসা থেকে বের হতে চাননি হিলারি ক্লিনটন। নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি। এরপর গত বুধবার তিনি প্রথমবারের মতো জনসমক্ষে আসেন ও বক্তৃতা করেন। ওয়াশিংটন ডিসিতে চিলড্রেন্স ডিফেন্স ফান্ডের অনুষ্ঠানে ওই বক্তৃতায় হিলারি তার হতাশার কথা জানান। তিনি বলেন, আজ এখানে আসাটা আমার জন্য সহজ কাজ ছিল না। গত এক সপ্তাহে এমন অনেক সময় গেছে যখন আমার মনে হয়েছে যে, আমি সবসময় বইয়ে বুঁদ হয়ে থাকব এবং আর কোনোদিনও বাসা থেকে বের হব না। তিনি স্বীকার করেন, প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অনেক আমেরিকানের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। উল্লেখ্য, হিলারি প্রেসিডেন্ট নির্বাচনে পপুলার ভোটে জয় পান। তবে ইলেক্টোরাল ভোটে পরাজিত হয়ে হোয়াইট হাউসের টিকিট পাননি। নির্বাচনের আগে তিনটি বিতর্কেই জয়ী হয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। নির্বাচনের আগে জরিপে তিনি ৫২ শতাংশের সমর্থন পেয়েছেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের প্রতি সমর্থন ছিল ৩৯ শতাংশের। এদিকে, এশিয়ান, আফ্রিকান ও হিস্পানিক ভোটাররাই হবেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিটনের জয়-পরাজয়ের অন্যতম নিয়ামকÑ ভোটপূর্ব বিভিন্ন জরিপে এমনটিই বলা হয়েছিল যা প্রমাণিত হয়েছে ভোটের ফলেও। এদের কাছ থেকে প্রত্যাশিত ভোট পাননি হিলারি। অর্থাৎ হিলারি যাদের ভোটব্যাংক হিসেবে ধরেছেন, সেখানে প্রত্যাশিত ফল আসেনি। এছাড়া ই-মেইল কেলেঙ্কারি রিচার্ড নিক্সনের ‘ওয়াটার গেট’ কেলেঙ্কারির মতো বিরূপ প্রভাব ফেলেছে বলে বিভিন্ন বিশ্লেষণে বলা হয়েছে। অবশ্য এশীয়দের মধ্যে ভারতীয়দের অধিকাংশই ট্রাম্পকে ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিবিসির বিষেøষণে দেখা গেছে, হিস্পানিক সম্প্রদায়ের কাছ থেকে ট্রাম্প পেয়েছেন ২৯ শতাংশ ভোট আর হিলারি পেয়েছেন ৬৫ শতাংশ ভোট। এশীয়দের কাছ থেকেও হিলারি বেশিসংখ্যক ভোট পেয়েছেন। এই সম্প্রদায়ের কাছ থেকে হিলারি পেয়েছেন ৬৫ শতাংশ ভোট আর ট্রাম্প পেয়েছেন ২৯ শতাংশ ভোট। এছাড়া কৃষ্ণাঙ্গদের ৮৮ শতাংশ ভোট পেয়েছেন হিলারি আর ট্রাম্প পেয়েছেন মাত্র ৮ শতাংশ ভোট। বিবিসি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ