Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগাড়ায় আসামির ধরতে গিয়ে হাতের কবজি হারাল পুলিশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ৭:৩৩ পিএম | আপডেট : ৯:৫২ পিএম, ১৫ মে, ২০২২

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামির দা'র কোপে হাতের কবজি বিচ্ছিন্ন হলো থানা পুলিশ সদস্য মো. জনি খাঁন (৩০) এর।

রবিবার (১৫ মে) সকাল ১০টায় উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লালারখিল এলাকায় এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কবির আহমদকে আটক করার জন্য লোহাগাড়া থানার এস.আই ভক্ত চন্দ্র দত্ত ও এ.এস.আই মজিবর রহমান পুলিশ সদস্য জনি খান ও শাহাদাত হোসেন তার বাড়ি ঘেরাও করলে আসামী কবির আহমদ তার দলবল কে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করে দলবল নিয়ে পালিয়ে যায় । এতে ধারালো দা’য়ের কোপে পুলিশ সদস্য জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন এবং শাহাদত নামে (২৭) আহত হয় এবং সন্ধ্যা ৫.৩০ এ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এম রশিদুল হক ঘঠনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপারের কাছে আহত পুলিশ সদস্যের শারীরিক অবস্থা ও আসামীর গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন পুলিশ সদস্য চিকিৎসারত আবস্থায় ভালো আছে। আসামীরা পালানো অবস্থায় আছে অতি শিগ্রই গ্রেফতার হয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবজি হারাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ