Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরোধী অবস্থানে বোমাবর্ষণ

সিরিয়া যুদ্ধে অভিষেক হলো রুশ বিমানবাহী রণতরীর

আন্তর্জাতিক ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেৎসভ-এর অভিষেক হয়েছে। ভূমধ্যসাগরে অবস্থানরত এই রণতরী থেকে যুদ্ধবিমানগুলো সিরিয়ার ইদলিব প্রদেশে নুসরা ফ্রন্টের জঙ্গিদের বিভিন্ন অবস্থানে বোমাবর্ষণ করেছে। এতে সিরিয়ায় রাশিয়ার আইএসবিরোধী যুদ্ধে বিমানবাহী রণতরী যুক্ত হওয়ায় আইএসের বিরুদ্ধে হামলার গতি আরো বৃদ্ধি পাবে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ওই হামলা শুরুর ঘোষণা দেন। গত মঙ্গলবার ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র সোচিতে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আমরা গুরুত্বপূর্ণ একটি অভিযান শুরু করেছি; এবং ইদলিব ও হোমস প্রদেশে আইএস এবং জাবহাত ফাতেহ আশ-শামের অবস্থানে ব্যাপকভাবে হামলা চালিয়েছি। তিনি আরো বলেন, আমাদের নৌবাহিনীর ইতিহাসে একমাত্র বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেৎসভ প্রথমবারের মতো যুদ্ধাভিযানে অংশ নিয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, তাদের বিমানগুলো সন্ত্রাসীদের গোলাবারুদের ডিপো, প্রশিক্ষণ কেন্দ্র ও অস্ত্রাগারে হামলা চালাবে, যেগুলো সন্ত্রাসীরা সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করে আসছে। গত মাসে আর্কটিক মহাসাগর থেকে অ্যাডমিরাল কুজনেৎসভকে ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়। এর সঙ্গে যোগ দিয়েছে আরো প্রায় ১০টি জাহাজ। ১৯৮৩ সালে এর নির্মাণকাজ শুরু হয়। ১৯৮৫ সালে নির্মাণ শেষে এটিকে রুশ নৌবাহিনীতে সংযুক্ত করানো হয়। এতদিন এটি প্রশিক্ষণ এবং মহড়ায় অংশ নিলেও এই প্রথম যুদ্ধে অংশ নিচ্ছে। রয়টার্স, টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ