Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৯৭ লিটার তেল জব্দ গফরগাঁওয়ে

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ৪:৫০ পিএম

গতকাল রাতে গফরগাঁও উপজেলায় দেশ জুড়ে ভোজ্যতেল (বোতলজাত) সংকট নিরসনে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের গফরগাঁও অভিযান পরিচালনা করে ১৯৭ লিটার পুরনো মূল্যের সয়াবিন তেল জব্দ করে। এ সময় ৪৫ হাজার টাকা জরিমানা করে। জরিমানার কবলে পড়া তিন দোকান হলো মা মনিহারী স্টোর, জহিরুল স্টোর ও নিশাত স্টোর।

জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক নিশাত মেহের এই অভিযান পরিচালনা করেন। পরে জব্দকৃত তেল খোলা বাজারে সাধারণ জনগণের কাছে পূর্বের মূল্যে বিক্রি করা হয়। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, যে কোন অভিযান পরিচালনায় পুলিশ প্রশাসন স্থানীয় মাঠ প্রশাসনকে সহযোগিতা করবে। ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক নিশাত মেহের বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গফরগাঁও উপজেলার বুধিয়া মার্কেট মা মনিহার স্টোরে ২০ হাজার, জহিরুল স্টোরে ২০ হাজার ও নিশাত স্টোরে ৫ হাজার টাকা অবৈধভাবে উচ্চ মূল্যে তেল বিক্রির অভিযোগে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ