বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারই সম্পাদক নির্বাচিত হয়েছেন আ.খ.ম রেজাউল করিম। গতকাল শনিবার অনুষ্ঠিত ঘাটাইল উপজেলা বিএনপির সম্মেলন কাউন্সিলরদের সর্বসম্মতি সিদ্ধান্তে তারা সভাপতি সম্পাদক নির্বাচিত হন। উপজেলার গারোবাজার খামার বাড়িতে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির কেন্দীয় কমিটির আন্তরর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। সম্মেলনে প্রধান অতিথী ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ আজম খান
ঘাটাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দীয় নির্বাহী কমিটির সদস্য এড গৌতম চক্রবর্তী, কেন্দীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা যুবদল সভাপতি আশরাফ পাহেলী প্রমুখ। এদিকে একই অনুষ্ঠানে কাউন্সিলদের সিদ্ধান্তে ঘাটাইল পৌরসভার সভাপতি হন ঘাটাইল পৌরসভার মেয়র মজ্ঞুরুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফারুক হোসেন ধলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।