Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ৮:৩১ পিএম

মুজিববর্ষে পুলিশ নীতিÑজনসেবা আর সম্প্রীতি’ ম্লোগানকে সামনে রেখে বরিশাল মহানগর পুলিশের কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল মেট্রেপলিটান পুলিশের কমিশনার, অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিশিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার আনোয়ার হোসেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বরিশালের পিপি একেএম জাহাঙ্গীর।
অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষনে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন,আঠারো শতকে ইংল্যান্ডে কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু হয়েছিল।পরবর্তিকালে বিভিন্ন দেশ এই ধারনাটি গ্রহন করে সুফল পায়। বাংলাদেশ ২০১৭ সাল থেকে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করে আসছে। মূলত দেশের আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্বে থাকেন তাদের সাথে সাধারন মানুষের মধ্যে মেলবন্ধন হিসাবে কাজ করে কমিউনিটি পুলিশ। কমিউনিটি পুলিশিং কার্যক্রম সফল হলে পুলিশের দায়িত্ব অনেক কমে যাবে এবং সমাজে শান্তি শৃংখলা অঅরো নিশ্চিত হবে বলেও জানান তিনি। ১৪.৫.২০২২।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমিটির সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ