Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আইজিপির

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ৭:২৮ পিএম

আইজিপি ড. বেনজীর আহমেদ ইতালি সফরকালে রোমস্থ বাংলাদেশ দূতাবাসে যান। এ সময় রাষ্ট্রদূত শামীম আহসান তাকে আন্তরিক অভ্যর্থনা জানান। আইজিপি দূতাবাস কর্তৃক সম্প্রতি স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। পরে আইজিপি দূতাবাসের কর্মকর্তাদের সাথে পরিচিত হন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও এক সৌজন্য বৈঠকে মিলিত হন। বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর প্রবাসীবান্ধব নীতি অনুসরণ করে নিরলসভাবে বাংলাদেশের প্রবাসী নাগরিকদের সেবা প্রদান করায় আইজিপি দূতাবাসের সকল কর্মকর্তা ও স্টাফদের আন্তরিক ধন্যবাদ জানান। শনিবার পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামরুজ্জামানের পাঠানো বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এক্ষেত্রে আইজিপি ড. বেনজীর আহমেদ) এবং ইতালির রাষ্ট্রদূত মো. শামীম আহসান যেসকল অভিবাসী কাগজপত্রের অভাবে ইতালিতে অবৈধভাবে বসবাস করছে তাদের সমস্যা সমাধানের ব্যাপারে সরকারের প্রচলিত নীতির আলোকে আলোচনাপূর্বক সমাধানের বিষয়ে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন। উল্লেখ্য, আইজিপি বর্তমানে ইতালি সফরে রয়েছেন। তিনি আগামী ১৭ মে দেশে ফেরার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ