Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ব আফ্রিকার প্রথম এক্সপ্রেসওয়ে চালু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ৬:৪৭ পিএম

কেনিয়ার নাইরোবি এক্সপ্রেসওয়ে আজ (শনিবার) চালু হয়েছে। চীনা কোম্পানি কর্তৃক নির্মিত এ এক্সপ্রেসওয়ে মোট ২৭.১ কিলোমিটার দীর্ঘ।

এক্সপ্রেসওয়েইটি জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর, নাইরোবি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, প্রেসিডেন্সিয়াল প্যালেস ও অন্যান্য এলাকাকে সংযুক্ত করেছে। এক্সপ্রেসওয়ে শহরের কেন্দ্রস্থলের ট্র্যাফিক জ্যাম অনেকটাই কমাবে। এতে ভ্রমণকারীদের সময় ও ব্যয় সাশ্রয় হবে।

কেনিয়ার পরিবহন, অবকাঠামো, আবাসন, নগর উন্নয়ন ও গণপরিকল্পনামন্ত্রী এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এটি হলো একটি ঐতিহাসিক প্রকল্প। কেনিয়া চীনের সঙ্গে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে সুষ্ঠু সহযোগিতা চালিয়ে আসছে।

এক্সপ্রেসওয়েটি কেনিয়ার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে বলে আশা করছে দেশটির সরকার। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ