Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান বাহিনী প্রধানের সাথে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আইএসপিআর: চীনের এরোস্পেস সাইন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশনের ভাইস মিনিস্টার মি. উই ইং সহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বুধবার বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন। 

চীনের প্রতিনিধি দলের এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
নেপাল সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ
নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল রাজেন্দ্র ছেত্রী বুধবার বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান বাহিনী প্রধানের সাথে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ