Inqilab Logo

মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শিরোপার লড়াইয়ে মাঠে নামছে লিভারপুল ও চেলসি

এফএ কাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ৯:৩২ এএম

প্রিমিয়ার লিগের শিরোপা জিতলেও লিভারপুলের সামনে এফএ কাপের বড় এক ধাঁধা হয়েই আছে। ২০০৬ সালের পর এই প্রতিযোগিতায় শিরোপার ছোঁয়া পায়নি ক্লাবটি। ১৬ বছল পর এবার খুব কাছে এসে খালি হাতে ফিরতে চায় না তারা।

এফএ কাপের ফাইনালে শনিবার চেলসির মুখোমুখি হবে লিভারপুল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টা ৯:৪৫ মিনিটে। ফাইনাল ম্যাচটি সরাসরি দেখাবে সনি টেন ২, সনি টেন ৩।

২০১৫ সালে ক্লপ দায়িত্ব নেওয়ার পর এই প্রথম প্রতিযোগিতাটির ফাইনাল খেলতে যাচ্ছে দলটি। জিতলে ইংল্যান্ডের প্রথম দল হিসেবে মৌসুমে বড় চার শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে যাবে লিভারপুল।

গত ফেব্রুয়ারিতে লিগ কাপ জিতেছিল তারা। উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। সেই সঙ্গে রয়েছে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে। যদিও ম্যানচেস্টার সিটি তাদের থেকে এগিয়ে আছে অনেকটাই।

এর আগে সাতবার এফএ কাপের শিরোপা জিতেছে লিভারপুল। এবার দিয়ে ১৫তম ফাইনাল খেলতে যাচ্ছে তারা। সবশেষ তারা ফাইনালে উঠেছিল ১০ বছর আগে। চেলসির বিপক্ষে শিরোপা লড়াইয়ের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে ক্লপ বললেন, দীর্ঘ খরা কাটাতে চান এবার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ