Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে আশুতোষ-দিদার-সরোয়ার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২২, ৮:৫৭ পিএম

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি পদে দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আশুতোষ সরকার, সহ-সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার দিদারুল আলম দিদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশন টিভির বিশেষ প্রতিনিধি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা।
আজ শুক্রবার এলআরএফ এর ২০২২-২০২৩ মেয়াদের নির্বাচন অনুষ্ঠানে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক আশরাফ উল আলম ফলাফল ঘোষণা করেন। সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সিনিয়র সাংবাদিক মিজান মালিক ও তোফায়েল হোসেন।
এছাড়াও কমিটির যুগ্ম সম্পাদক পদে জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা, কোষাধ্যক্ষ পদে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার আব্দুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আরাফাত মুন্না, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে নিউজ টোয়েন্টিফোর টিভির স্টাফ রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মুখপাত্রের সম্পাদক ও প্রকাশক শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল), যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আব্দল্লাহ তুহিন (মো. আবদুল্লাহ), ঢাকা মেইল ডটকমের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক ও ঢাকাপ্রকাশ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম।
এর আগে বিদায়ী কমিটির সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াসীনের সঞ্চালনায় সুপ্রিমকোর্টে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ১ নম্বর হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি স্বপন দাস গুপ্ত, এম বদি উজ জামান, ওয়াকিল আহমেদ হিরন, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান, দিদারুল আলম দিদার, হাসান জাভেদ, আজিজুল ইসলাম পান্নু, মনিরুজ্জামান মিশন, সংগঠনের সিনিয়র সদস্য মাহমুদুর রহমান খোকন, শংকর মৈত্র, এম এ নোমান, আবুল কাসেম, বিকাশ নারায়ণ দত্ত, সাজেদুল হক, আয়াতুল্লাহ আকতার প্রমূখ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন।
নব নির্বাচিত কমিটি মর্যাদাপূর্ণ এই সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ