Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০২২, ৯:৫৯ পিএম

হ্যাংজু এশিয়ান গেমস হকির বাছাই পর্বে সিঙ্গাপুরকে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে লড়ছে বাংলাদেশ। আগের ম্যাচেই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল। ফলে বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। যে লড়াইয়ে বাংলাদেশ ১-০ গোলের জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটে লাল-সবুজদের পক্ষে গোল করেন মো. রাকিবুল (১-০)। লিড নিয়েই বাংলাদেশ বিরতিতে গেলেও তৃতীয় কোয়ার্টারে কোন গোল হয়নি। শেষ কোয়ার্টারে সিঙ্গাপুর সমতা আনার এবং বাংলাদেশ ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও আর গোল হয়নি। ফলে একমাত্র গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজরা। এই জয়ে তিন ম্যাচের সবগুলোতে জিতে ৯ পয়েন্ট পেয়ে গ্রুপ সেরা হয় বাংলাদেশ। শুক্রবার টুর্নামেন্টের কোনো খেলা নেই। শনিবার অনুষ্ঠিত হবে দু’টি সেমিফাইনাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ