গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
পুলিশি বাধায় পণ্ড হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবির বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে দলটি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে মিছিলটি গুলিস্তান জিরো পয়েন্টের সামনে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সিপিবির নেতাকর্মীরা।
এ সময় নেতারা অভিযোগ করেন, বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের স্বার্থে তেলের দাম বাড়িয়েছে। তাই তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সরকার ভোটের অধিকার কেড়ে নিয়ে গায়ের জোরে দেশ চালাচ্ছে বলেও অভিযোগ করেন কমিউনিস্ট পার্টির নেতারা। এর আগে পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে সিপিবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।