Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায়

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুরে এক কোটি টাকার মানহানী মামলা
মাদারীপুর জেলা সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও অকথ্য ভাষায় মন্তব্য করার অভিযোগ উত্থাপন করে পল্লী সঞ্চয়ী ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার এর বিরুদ্ধে মাদারীপুরে এক কোটি টাকার মানহানি মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা বেগমের আদালতে মামলাটি করেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, মাদারীপুর জেলা শাখার সভাপতি তাপস কুমার ম-ল। মামলা নং সি.আর ২০৬/১৬। আদালত আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য আগামী বছর ২রা জানুয়ারি বিরুদ্ধে আসামির সমন নোটিশ ইস্যু করেছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ৭ আগস্ট বরিশালের পল্লী সঞ্চয়ী ব্যাংকের মাঠসহকারী জসীমউদ্দিন সরদার তার ফেইজ বুকে একটি বাড়ি একটি খামারের সাফল্য তুলে ধরে এক পাশে প্রধানমন্ত্রীর ছবি অন্য পাশে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব প্রশান্ত কুমারের ছবি পোস্ট করে। ঐ পোস্ট করা ছবি ও কমান্ডস দেখে মিহির কান্তি মজুমদার ফোনে জসীমউদ্দিনকে চাকরিচ্যুত করার হুমকি দেয়। তিনি নিজেকে এ সাফল্যের একমাত্র দাবিদার বলে উল্লেখ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও অকথ্য ভাষায় মন্তব্য করেন এবং সচিব প্রশান্ত কুমারকে গালাগাল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রীকে কটূক্তি করায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ