Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে চেলসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২২, ৫:১৭ এএম | আপডেট : ৫:২৮ এএম, ১২ মে, ২০২২

ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডকে হারিয়ে পয়েন্ট টেবিলে সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগের খেলার পথেই থাকল চেলসি। লিডসের মাঠে বুধবার রাতে তারা ৩-০ গোলে ইউনাইটেডকে হারায়।

খেলার শুরুতেই দলকে এগিয়ে নেন ম্যাসন মাউন্ট। দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে রাখলেন অবদান। শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন রোমেলু লুকাকু।

এ জয়ের ফলে ৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। তাদের চেয়ে একটি ম্যাচ কম খেলা আর্সেনাল (৬৬) ও টটেনহ্যাম (৬২) যথাক্রমে আছে চতুর্থ ও পঞ্চম স্থানে।

চলতি লিগে এটি চেলসির ২০তম জয়, অন্যদিকে ১৮তম হারের তেতো স্বাদ পাওয়া লিডস ৩৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আছে অবনমন অঞ্চলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ