Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাসে অ্যাপলের আইপড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২২, ১২:০০ এএম

একটি যুগের সমাপ্তি হতে চলেছে। টেক সংস্থা অ্যাপল জানিয়েছে যে তারা আর আইপড উৎপাদন করবে না। সর্বশেষ মডেল আইপড টাচের উৎপাদনও আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে। মজুত থাকা পর্যন্ত এই পণ্যটি কিনতে পারা যাবে। যার মানে অ্যাপলের পোর্টেবল মিউজিক প্লেয়ার পরিবারের শেষ অবশিষ্ট মডেলটি আর তৈরি করা হবে না। একটি নোটে, অ্যাপলের বিশ্বব্যাপী বিপণনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসওয়াক বলেছেন, অ্যাপল মিউজিক অন্যান্য পণ্যের মাধ্যমেই আইপড বেঁচে থাকবে। আইপড-র প্রথম মডেলটি ২০ বছরের বেশি আগে ২০০১ সালে চালু হয়েছিল। জোসওয়াক বলেছন, ‘সংগীত সবসময়ই অ্যাপলের মূল অংশ ছিল। কয়েক মিলিয়ন ব্যবহারকারীর কাছে এটি পৌঁছেছিল। সংগীত শিল্পের চেয়েও অনেক বেশি প্রভাবিত করেছে আইপড’।

২০০১ সালে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জোবস আইপড চালু করার পরপরই এটি সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে। শুধুমাত্র গান শোনাই নয় বরং কিছু বৈশিষ্ঠ এটিকে ব্যবহারকারীদের কাছে অনন্য করে তুলেছিল। অনন্য স্ক্রোল হুইল এবং কমপ্যাক্ট আকার আইপডকে একটি জনপ্রিয় পণ্য করে তুলেছিল। ২০১৭ সাল পর্যন্ত আইপডের প্রথম কয়েকটি মডেল, যেমন আইপড ন্যানো এবং আইপড শাফল শুধুমাত্র গান শোনার জন্য ছিল। ২০১৯ সালে আইপড টাচ মডেল বাজারে এনেই এই পণ্যে আমূল পরিবর্তন আনে আ্যাপল। গান শোনার জন্য আধুনিক সুবিধা দেওয়া হয় এতে। টাচস্ক্রিন ও ইন্টারনেট ব্যবহার করা যায় আইপড টাচে। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে।
যদিও কয়েকটি অভিযোগও তুলে আইপড-র ব্যবহারকারীরা। বলা হয়, আইপড টাচের হার্ডওয়্যারও সত্যিই আপ-টু-ডেট ছিল না। ২০১৬ সালের প্রসেসর ব্যবহার করা হয়েছিস, যেটি পুরনো আইফোন-৭ মডেলে ব্যবহার করা হয়েছিল। এটা স্পষ্ট যে অ্যাপল আইপডের প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছিল না। কারণ, অ্যাপল জানত যে আইপড এবং অন্যান্য মিউজিক প্লেয়ারকে ছাপিয়ে যাবে আইফোন। আইফোনে ফোন করা, ইন্টারনেট ব্যবহার, গান শোনা-সহ সমস্ত সুবিধা রয়েছে। তাই শুধুমাত্র গান শোনার জন্য অতিরিক্ত একটি ডিভাইস ব্যবহারে অনীহা দেখাবে গ্রাহকরা। সূত্র : লেটেস্টলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ