Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনামূল্যে অক্সিজেন জোগানো করোনাযোদ্ধা গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২২, ১২:০২ এএম

করোনা মহামারির মধ্যে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করে প্রাণ বাঁচিয়েছিলেন বহু মানুষের। নিজের অটোরিকশাকে অ্যাম্বুল্যান্সে রূপান্তর করে সঙ্কটাপন্নদের হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন। ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের সেই অটোচালক জাভেদ এবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন। ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। পুলিশের সূত্র দিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে অভিযুক্ত জাভেদের বাড়িতে স্বামী-স্ত্রী ভাড়া থাকতেন। অভিযোগ উঠেছে, জাভেদ মাঝেমধ্যেই ভাড়াটিয়া ওই নারীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন। তেমনই একদিন স্বামীর অনুপস্থিতিতে জাভেদ বাড়িতে ঢুকে ওই নারীকে ধর্ষণ করেন। পরে ঘটনার কথা জানাজানি হলে ক্ষতি করার হুমকি দেন অভিযুক্ত জাভেদ। এমনকি স্বামীকে জানালে তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হবে বলেও হুমকি দেওয়া হয়। তবে এরপরও জাভেদ পিছু ছাড়েননি বলে অভিযোগ রয়েছে। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই নারী। দায়ের করেন লিখিত অভিযোগ। পরে পুলিশ জাভেদকে গ্রেফতার করে। সংবাদমাধ্যম বলছে, ২০২১ সালের এপ্রিল মাসে ভারতে করোনার ব্যাপক সংক্রমণের সময় অক্সিজেনের অভাব দেখা দেয়। করোনার চেয়েও অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল বহু মানুষের। সেই সময় বিনামূল্যে করোনা আক্রান্তদের অক্সিজেন জোগান দিয়েছিলেন জাভেদ। পেশায় অটোচালক নিজের অটোরিকশাকে রূপান্তর করেছিলেন অ্যাম্বুল্যান্সে। আর সেটিতে করেই বহু মানুষকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। এই কাজ করতে গিয়েই সেই সময় শিরোনামে আসেন এই করোনাযোদ্ধা। সেই যোদ্ধাই এখন ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। ইন্ডিয়া টুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ