Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিষেকের আগেই ইতিহাস!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ১২:০০ এএম

কেসি কার্টিকে চেনারই কথা না তেমন কারো। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি ২৫ পেরুনো ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারের। তবে অভিষেকের আগেই ইতিহাসে নাম লেখালেন তিনি। ক্যারিবিয়ান দ্বীপদেশ সেন্ট মার্টেনের প্রথম কোন ক্রিকেটার হিসেবে যে ডাক পেয়েছেন জাতীয় দলে!
অনেকগুলো দ্বীপ দেশের ক্রিকেটার নিয়ে বানানো হয় ওয়েস্ট ইন্ডিজ দল। এত বছরেও ছোট্ট এই দেশের কেউ খেলেননি আন্তর্জাতিক ক্রিকেট। গতপরশু নেদারল্যান্ডস ও পাকিস্তান সফরের জন্য ১৫ জনের ওয়ানডে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে জায়গা হয়েছে ডানহাতি ব্যাটসম্যান কেসির। সাদা বলের সংস্করণে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জেডন সিলস ও শার্মন লুইস।
দলে জায়গা পেলেও লিস্ট-এ ক্রিকেটের রেকর্ড খুব আহামরি নয় কেসির। লিস্ট-এ ফরম্যাটে ২৩ ম্যাচ খেলে এক সেঞ্চুরি আর ৩ ফিফটিতে ২৫.০৫ গড়ে ৫০১ রান করেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে ক্রিকেট উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের হয়ে ৫৭ ও ৪৯ রান করেছিলেন। প্রধান নির্বাচক ডেসমন্স হেইন্স জানিয়েছেন, সেই ম্যাচের ব্যাটিং দেখেই কেসিকে মনে ধরেছে তাদের।
কাইরন পোলার্ডের অবসরের পর নতুন অধিনায়ক নিকোলাস পুরানের নেতৃত্বে এই দুই সিরিজের দলে নেই জেসন হোল্ডার, শেমরন হেটমায়ার ও এভিন লুইস। প্রথম সন্তানের আগমন উপলক্ষে ছুটিতে হেটমায়ার। হোল্ডারকে দেওয়া হয়েছে বিশ্রাম। দল থেকে বাদ পড়েছেন লুইস।
২০২৩ বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে দুই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ। ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের দশে থাকা ওয়েস্ট ইন্ডিজ আছে ভীষণ চাপে। আগামী ৩১ মে শুরু হবে ডাচদের বিপক্ষে সিরিজ। ২ ও ৪ জুন সিরিজের বাকি দুই ম্যাচ। এই সিরিজ শেষেই পাকিস্তানে তিন ওয়ানডে খেলতে যাবে ক্যারিবিয়ানরা।
ওয়েস্ট ইন্ডিজ দল : নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ, এনক্রুমা বনার, শামারা ব্রুকস, কেসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, শার্মন লুইস, কাইল মেয়ার্স, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ