নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রধান কোচ মার্ক বাউচারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছিলেন তারই এক সময়ের সতীর্থ পল অ্যাডামস। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তদন্তে নামার পর সেই অভিযোগ থেকেই মুক্তি পেলেন বাউচার।
তার সাবেক সতীর্থ অ্যাডামস অভিযোগ এনেছিলেন প্রোটিয়া দলে খেলার সময়ে তার সতীর্থরা তাঁকে ‘বাদামি বিষ্ঠা’ বলে ডাকতেন, যার মধ্যে ছিলেন বাউচারও। অবশ্য প্রোটিয়া এই হেড কোচ তা শিকার করে নিয়েছেন। এমনকি ক্ষমাও চেয়েছেন অ্যাডামসের কাছে। তবে এই নাম যে তিনি দেননি তা অকপটে শিকার করেন বাউচার। তবে অ্যাডামসই নয়, বাউচারের বিরুদ্ধে অভিযোগ আনেন সাবেক প্রোটিয়া সহকারী কোচ এনেক এনকোউই। তাঁদের অভিযোগের পর আনুষ্ঠানিক তদন্তে নামে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
সেই তদন্তে বাউচারের বিরুদ্ধে বর্ণ বৈষম্যের কোনো অভিযোগ পায়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ফলে এই অভিযোগ থেকে যে তিনি মুক্ত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে জানায় সিএসএ।
বাউচারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগকারী পল অ্যাডামস নিজেই শুনানিতে তার বিরুদ্ধে সাক্ষ্য দেননি। শুনানির সময় অভিযোগ প্রত্যাহার করেছেন অ্যাডামস। তিনি উল্লেখ করেন, সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশন বিল্ডিংয়ের প্রক্রিয়া চলাকালীন যে অভিযোগ এনেছিলেন তা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিপক্ষে নয়। বরং ২০০০-এর দিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সংস্কৃতি সম্পর্কে বর্ণবাদের অভিযোগ এনেছিলেন। এমনকি বাউচার যে তার কাছে ক্ষমা চেয়েছিলেন সেটি তিনি গ্রহণও করেছেন বলে জানা যায় বিবৃতিতে। বাউচারের বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়েছেন সাবেক প্রোটিয়া সহকারী কোচ এনকোউই-ও। তিনি সাক্ষ্য দিতে রাজি হননি। গ্রায়েম স্মিথের পর এবার এই অভিযোগ থেকে মুক্তি পেলেন বাউচার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।