মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিসরের কায়রোর গিজার পিরামিডে দুই বিদেশি নারী পর্যটককে উত্ত্যক্ত করার অভিযোগে ১৩ কিশোরকে আটক করা হয়েছে। দেশটির পাবলিক প্রসিকিউটর তাদেরকে আটকের এ নির্দেশ দেয়। আটক হওয়া ওই ১৩ কিশোর এখন পুলিশের হেফাজতে আছে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে। বিদেশি পর্যটকদের উত্ত্যক্ত করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই দুই নারী পিরামিড পরিদর্শনে গিয়েছিলেন। পরে স্থানীয় কিশোর ছেলেরা তাদের উত্ত্যক্ত করে। একজন পর্যটক গাইডার ওই ভিডিও করেন এবং তিনি অভিযোগ করেন অভিযুক্ত কিশোররা নারী পর্যটকদের শারীরিকভাবেও লাঞ্ছিত করে। যদিও প্রধান প্রসিকিউটর অফিস জানিয়েছে, কিশোররা এমন অভিযোগ অস্বীকার করেছে। অভিযুক্ত ওই কিশোরদের বয়স ১৩ থেকে ১৫ বছর। জিও নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।