Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনরো বিক্রি হলো ১৬৮৯ কোটি টাকায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ১২:০১ এএম

অ্যান্ডি ওয়ারহলের আঁকা হলিউড আইকন মেরিলিন মনরোর একটি বিখ্যাত চিত্রকর্ম নিলামে ১৯ কোটি ৫০ লাখ ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ এক হাজার ৬৮৮ কোটি ৯৯ লাখ ৯ হাজার চারশ। বিংশ শতাব্দীর কোনো শিল্পকর্ম কখনো এত দামে বিক্রি হয়নি। গ্ল্যামারাস হলিউড তারকা মনরোর একটি বিখ্যাত আলোকচিত্রের ওপর ভিত্তি করে তার মৃত্যুর দুই বছর পর ১৯৬৪ সালে ওয়ারহল এঁকেছিলেন ছবিটি। এর শিরোনাম ‘শট সেইজ ব্লু মেরিলিন’। নিলামের মাত্র চার মিনিটেই ছবিটি বিক্রি হয়ে যায়। কোনো আমেরিকান শিল্পকর্মের জন্যও এটা এ যাবতকালের সর্বোচ্চ মূল্য। কয়েক শতাব্দী আগের মাস্টার পেইন্টারসহ শিল্পের বাজারের সবচেয়ে দামি চিত্রকররা মূলত ইউরোপের। নিউ ইয়র্কের ক্রিস্টি’জ নিলাম ঘরের এই নিলাম থেকে বিলাসবহুল শিল্পকর্মের বাজারের পরিস্থিতি বোঝা যাবে বলে মনে করা হচ্ছিল। নিলামের আগে ক্রিস্টি›জ কর্তৃপক্ষ বলেছিল, ‘এটি বিদ্যমান চিত্রকর্মগুলোর মধ্যে সবচেয়ে বিরল ও উচ্চমার্গীয়গুলোর একটি। এর বিক্রয়মূল্য হবে ২০ কোটি ডলারের ঘরে।’ মূল নিলামে ছবিটির সর্বশেষ মূল্য ওঠে ১৭ কোটি ডলার। বিক্রয়মূল্যের সঙ্গে কর ও ফি যোগ করে এর দাম হয় ১৯ কোটি ৫০ লাখ ডলার। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ