Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসজেসির ক্রীড়া উৎসব শুরু ১ জুন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ৮:২৬ পিএম

দেশের ক্রীড়াবান্ধব শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি) ১ জুন থেকে শুরু করছে তিন দিনব্যাপী ক্রীড়া উ’ৎসব। ওয়ালটন-বিএসজেসি ইনডোর স্পোর্টস ফেস্টিভাল নামের এ আসরে খেলা হবে পাঁচটি ডিসিপ্লিনে। ডিসিপ্লিনগুলো হলো-দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও শুটিং। বিজয়ীদেরকে পদকসহ প্রথমবারের মতো দেয়া হবে অর্থ পুরস্কারও। বিএসজেসির সদস্যরা ছাড়াও ক্রীড়া সাংবাদিকদের অন্য দুই সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সদস্যরাও খেলতে পারবেন এই ফেস্টিভালে। আয়োজকদের পক্ষ থেকে এ দুই সংগঠনকে শিগগিরই আমন্ত্রণ জানানো হবে। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএসজেসির সভাপতি নাসিমুল হাসান দোদুল। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, বিএসজেসির প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ার হক, সিনিয়র সহ-সভাপতি ও স্পোর্টস ফেস্টিভালের আহবায়ক জাহেদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক ও স্পোর্টস ফেস্টিভালের সদস্য সচিব মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান, দপ্তর ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ও নির্বাহী সদস্য মোহাম্মদ মাঈন উদ্দিন তারেক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ