Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত সাকিব, খেলছেন না চট্টগ্রাম টেস্ট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ৮:০৩ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। দলের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করোন আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসে করোনা পরীক্ষা করেই এই দুঃসংবাদ পেয়েছেন তিনি।

ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী ইনকিলাব অনলাইনকে বলেন ,‘সাকিব আজ সকালে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। সাকিব এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন।’


চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৫ মে। সাকিব প্রথম টেস্ট খেলতে পারবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘সে অর্থে কোনো সুযোগ নেই। কারণ আমাদের কোভিড প্রোটকল অনুযায়ী পজিটিভ আসলে তাকে ৫ দিন আইসোলেটেড থালকতে হবে। সে ক্ষেত্রে সাকিবের পরবর্তী টেস্ট হবে আগামী ১৫ তারিখ।’

একুশে সংবাদ/এসএস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ