Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ জেলায় সড়কে নিহত ৫

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ১২:০০ এএম

দেশের চার জেলায় গত রোববার দিবাগত রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত নিহত হয়েছেন পাঁচজন। নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক, নাটোরে ইউএনও’র সরকারি গাড়ীর চাপায় এক সংবাদিক, মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক, ময়মনসিংহের ভালুকায় এক, দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবরে :
নোয়াখালী ব্যুরো জানান, বেপরোয়া গতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. তুষার নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় মো. হাসান নামে আরো এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। গত রোববার দিবাগত রাতে চাটখিল উপজেলায় সোবহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরে নলডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সিংড়ার স্থানীয় সাংবাদিক সোহেল আহমেদ জীবন নিহত হয়েছেন। ইউএনও-র সরকারি গাড়ী ব্যবহার করতেন তার স্ত্রী সিংড়ার গোল ই আফরোজ সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষিকা মানসি দত্ত মৌমিতা। গতকাল সোমবার সেই সরকারি গাড়ি নিয়ে কলেজে যাওয়ার সময় ইউএনও-ও গাড়ির চাপায় প্রাণ গেল সাংবাদিক সোহেল আহমেদ জীবনের। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি মৃত্যু হয়।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিয়াদ খান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের আজমল খানের ছেল। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিমতলা-সিরাজদিখান সড়কের ইমমামগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
ভালুকা (ময়মনসিংহ) উপজেলার সংবাদদাতা জানান,
ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেলের ধাক্কায় চিত্তরঞ্জন দাস নামে পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের বাড়ি সুনামগঞ্জ জেলার পাগলা গ্রামে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাস্টারবাড়ি নামক স্থানে। হাইওয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান,
দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় চার্জার ভ্যানে থাকা বিমল মার্ডী নামের এক যাত্রী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে ভ্যানের চালকসহ আরো এক যাত্রী। গত রোববার রাতে উপজেলার বগুড়া-দিনাজপুর মহাসড়কের চন্ডিপুর নামক এলাকায় মোজাম্মেল হক মেম্বার এর চাতালের সামনে এই ঘটনা ঘটে। নিহত বিমল মার্ডী দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার জয়নগর গ্রামের সুধীর মার্ডীর ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত ৫

৪ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ