বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে ১৬ মে থেকে শুরু হবে একাডেমিক সব কার্যক্রম। সোমবার (০৯ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন তিনি ।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, শবে কদর, মে দিবস ও ঈদুল ফিতরের ছুটি শেষে ১৫ তারিখ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে আগামী ১৫ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি থাকায় ১৬ মে সোমবার থেকে একাডেমিক ক্লাস কার্যক্রম শুরু হবে।
এর আগে শবে কদর,মে দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সব কার্যক্রম। গত ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকার পর সাপ্তাহিক ছুটি শেষে ৮ মে থেকে চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ। একই দিনে খুলে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ।##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।