Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাল কালোবাজারে বিক্রির সময় ট্রলিসহ আটক ১

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহের নান্দাইলে ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির সময় চালসহ ট্রলি চালককে আটক করা হয়েছে। জানা যায়, গতকাল বুধবার নান্দাইল উপজেলার ১ নম্বর বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী (দক্ষিণ) বাজার হতে ত্রিশালের বালিপাড়া অভিমুখে ১০ টাকার কেজির চাল কালো বাজারের বিক্রির জন্য নিয়ে যায়। এ সময় ৩০ বস্তা চাল মধুপুর বাজারের সন্নিকটে খোকন শিকদারের বাড়ির সম্মুখ হতে জনতা চাল বোঝাই ট্রলি আটক করে। এলাকাবাসী নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তিনি তাৎক্ষণিক নান্দাইল মডেল থানা পুলিশকে ব্যবস্থা নিতে বলেন। থানা পুলিশ ঘটনাস্থল থেকে চাল বোঝাই ট্রলিসহ চালক ওমর আলীকে আটক করে থানায় নিয়ে আসে। ট্রলি চালক জানায়, তাকে বীরকামটখালী (দক্ষিণ) বাজারের মতলব বেপারী ওরফে আ: মোতালেবের ঘর হতে বালিপাড়া নেয়ার জন্য ভাড়া করেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাল কালোবাজারে বিক্রির সময় ট্রলিসহ আটক ১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ