Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে কর্মশালা

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) স্থানীয়করণ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা গতকাল বুধবার কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। কর্মশালায় এসডিজি বাস্তবায়নে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের চাহিদা ও অধিকার এবং সকলের জন্য মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। উপজেলা গভর্নেন্স পজেক্ট (ইউজেডজিপি)-এর সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউজেডজিপির জেলা ফ্যাসিলিটেটর মনির হোসেন মজুমদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোরগঞ্জে কর্মশালা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ