রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
তফসীল ঘোষণা না হলেও আসন্ন জেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩টি আসনে ১০ জন সম্ভাব্য প্রার্থী নির্বাচনমুখী হয়ে পড়েছেন। তারা নির্বাচনকে সামনে রেখে ঈদ ও দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে নিজের ছবি সম্বলিত রঙিন পোস্টার বিভিন্ন স্থানে সাটিয়ে সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে নির্বাচনী জানান দিচ্ছেন। এছাড়াও তারা দলীয় সমর্থন পেতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে ভোটারদের সাথে যোগাযোগ করে আসছেন। শেখ হাসিনা সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী করাসহ সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে জেলা পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নেয়। এ দিকে জেলা পরিষদ নির্বাচনে তফসীল ঘোষণা না হলেও সম্ভাব্য পুরুষ ও সংরক্ষিত মহিলা প্রার্থীরা পাল্লা দিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময়সহ আশির্বাদ ও দোয়া কামনা করছেন। অনেকেই আবার নিজের যোগ্যতা ও খ্যাতি তুলে ধরে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এখানে এ নির্বাচন নিয়ে হাটবাজার, চায়ের দোকান, হোটেল রেস্তরাঁসহ জনসমাগম স্থানগুলোতে ভোটার ছাড়াও সাধারণ মানুষের মুখে নির্বাচনী গুঞ্জন শোনা যাচ্ছে। এ নির্বাচনে কোটালীপাড়া উপজেলায় ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ৩টি আসনে পুরুষ ও মহিলা মিলে ১০ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে এরমধ্যে ১৩নং ওয়ার্ডে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের প্রাক্তন ভিপি, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বর্তমান আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কোটালীপাড়া শাখার যুগ্ম-আহ্বায়ক এসএম ই¯্রাফিল, সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়মী লীগের সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন হাওলাদার লিটু ও সাবেক উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজহারুল আলম পান্না, ১৪নং ওয়ার্ডে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম হাজরা মন্নু ও দুলাল সাহা। ১৫নং ওয়ার্ডে বিভিন্ন কর্মকা-ের উপর একাধিক স্বর্ণপদক প্রাপ্ত এবং একাধিক প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ও আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিজন কান্তি বিশ্বাস, কাজী মন্টু কলেজের প্রভাষক ও কলাবাড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি অনিক হালদার চয়ন, বিশিষ্ট ব্যবসায়ী অরুন মল্লিক ও সাবেক মহিলা ইউপি সদস্য মিনা বাকচি রয়েছে। এদিকে ১৩নং ওয়ার্ডে এসএম ই¯্রাফিল, রুহুল আমিন হাওলাদার লিটু ও মাজহারুল আলম পান্না ভোটারদের কাছে সমান ভাবে পরিচিত। ১৪নং ওয়ার্ডের ভোটাররা নজরুল ইসলাম হাজরা মন্নুকে ও ১৫নং ওয়ার্ডের ভোটাররা দেবদুলাল বসু পল্টুকে বেশি পছন্দ করেন বলে তাদের সাথে আলাপচারিতায় এমন আভাস পাওয়া যায়। এ নির্বাচনে শুধু ইউনিয়ন পরিষদ পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা ভোট প্রদান করতে পারবেন। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে তবে এ মাসের মধ্যেই তফসীল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।