Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টটেনহ‍্যামের সঙ্গে ড্র করে ফের শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ৫:২২ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের ম‍্যাচে শনিবার টটেনহ‍্যামের সঙ্গে ড্র করে আবারও পয়েন্ট শীর্ষে লিভারপুল! গুরুত্বপূর্ণ এই ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে। ফলে এক ম্যাচ বেশি খেলে ফের শীর্ষে ওঠেছে লিভারপুল। দুই নম্বরে নেমে গেলেও শিরোপা ধরে রাখার অভিযানে ৩ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ম‍্যানচেস্টার সিটির।

অ‍্যানফিল্ডে আক্রমণাত্মক ফুটবলে টটেনহ‍্যামকে চেপে ধরার চেষ্টা করে লিভারপুল। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে গিয়ে সুবিধা করতে পারছিলেন না সাদিও মানে, মোহামেদ সালাহরা। মানের জন‍্য আলাদা পরিকল্পনা ছিল তাদের। সেনেগালের এই ফরোয়ার্ড বল পেলেই তাকে ঘিরে ধরছিলেন দুই-তিন জন। আক্রমণ পল্টা আক্রমণে ৪২তম মিনিটে লুইস দিয়াসের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন লরিস।

দ্বিতীয়ার্ধ প্রায় একইভাবে শুরু করে লিভারপুল। ধারাবাহিক আক্রমণ সামলে অনেকটা খেলার ধারার বিপরীতেই ৫৬তম মিনিটে এগিয়ে যায় টটেনহ‍্যাম। ডি বক্সের মাথা থেকে হ‍্যারি কেইন খুঁজে নেন সেসেগননকে।

পিছিয়ে পড়ার পর গোলের জন‍্য মরিয়া হয়ে ওঠে লিভারপুল। অবশেষে ৭৪তম মিনিটে সৌভাগ‍্যের গোল সমতা ফিরিয়ে ফেলে তারা। ডি বক্সের বাইরে থেকে দিয়াসের শট রদ্রিগো বেন্তানকুরের পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে। শেষ তিকে চাপ তৈরি করলেও সাফল‍্য পায়নি লিভারপুল।

ফলে ৩৫ ম‍্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠেছে লিভারপুল। এক ম‍্যাচ কম খেলা সিটির সামনে সুযোগ আছে নিউক‍্যাসল ইউনাইটেডকে হারিয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার। চেলসি ৩৫ ম‍্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে আছে তিনে। এক ম‍্যাচ কম খেলা আর্সেনাল ৬৩ পয়েন্ট নিয়ে চারে। ৩৫ ম‍্যাচ ৬২ পয়েন্ট নিয়ে সেরা চারে থাকার আশা বাঁচিয়ে রেখেছে টটেটনহ‍্যাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ