Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যালিকাকে উত্ত্যক্তের মামলায় গ্রেফতার

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

সীতাকুন্ডে স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে শ্যালিকার দিকে কু-দৃষ্টি দেবার অভিযোগে লম্পট ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সীতাকু- থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী শ্যালিকা। পুলিশ গ্রেফতারকৃত ভগ্নিপতি লিটন চন্দ্র দাস (২৮) কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, সীতাকু-ের সোনাইছড়ি ইউনিয়নের উত্তর ঘোড়ামরা গ্রামের মানিক দাসের পুত্র লিটন চন্দ্র দাসের সাথে আনুমানিক ৭বছর আগে বিয়ে হয় ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার পলি দাসের। বিয়ের অল্প কিছুদিন পর থেকেই স্বামী লিটন নানা অযুহাতে স্ত্রী পলির ওপর নির্যাতন চালাতে শুরু করে। অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসে পলি। বাপের বাড়িতে আসার পর লিটন তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং কোন ভরন পোষনও দেয়নি। অন্যদিকে স্ত্রীর সাথে যোগাযোগ না রাখলেও লিটন বারবার নিজের কলেজছাত্রী শ্যালিকার সাথে দেখা করার চেষ্টা করত এবং তাকেই নানা উপায়ে কু-প্রস্তাব দিত। তাকে ফেইসবুকেও প্রতিনিয়ত উত্তক্ত্য করত। এসব ঘটনা দিন দিন সহ্যের সীমা ছাড়িয়ে যেতে থাকায় গতকাল বুধবার লিটনের স্ত্রী ও শ্যালিকা মনি (২০) সীতাকু- থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ লিটন চন্দ্র দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রেকর্ড করে। মামলার পর সীতাকু- থানার এস.আই সুজয় কুমার মজুমদার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং আদালতে চালান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্যালিকাকে উত্ত্যক্তের মামলায় গ্রেফতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ