Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

রান্নাঘর থেকেই আন্দোলন শুরু করতে দেশবাসীকে এবি পার্টির আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ১১:১৭ পিএম

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশবাসীকে রান্নাঘর থেকেই আন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, রান্নাঘর থেকে আন্দোলনের সূচনা করতে হবে। জনবিচ্ছিন্ন এই সরকারকে বুঝিয়ে দিতে হবে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কতটা ভয়াবহ হতে পারে।

আজ শনিবার (৭ মে) প্রেসক্লাবের সামনে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। মঞ্জু আরও বলেন, দেশের মানুষের কাছে আমি এ অভিনব প্রতিবাদের আহ্বান জানাচ্ছি। দেশের অন্য রাজনৈতিক দলগুলোকে রাজপথে আসার আহ্বান জানিয়ে বলেন, রাজপথে আসুন। ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলুন। অন্যায়-জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করেই বিজয়ী হতে হবে।

এবি পার্টি যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশবাসীকে রাজপথে নামতে হবে। গণতন্ত্রের অনুপস্থিতির কারণে মানুষ স্বৈরশাসনের জাঁতাকলে পিষ্ট। এত বড় জুলুমের পরও মানুষ রাজপথে আসতে পারেনি। এবি পার্টি দেশে গণতন্ত্র ও স্বাধীনতার সুফল বয়ে আনতে চায় উল্লেখ করে তাজুল আরও বলেন, তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশবাসীকে রাজপথে আসতে হবে। দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হকের সভাপতিত্বে মানববন্ধনের সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আনোয়ার সাদাত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ