Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মঘাতী কোনো কাজ আন্দোলনের নামে করা যাবে না

জামালপুরে পরিকল্পনা মন্ত্রী

জামালপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ১২:০৫ এএম

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, নেতিবাচক অবস্থান নিয়ে জাতির জন্য ক্ষতিকর হবে এই ধরনের আত্মঘাতী কোনো কাজ আন্দোলনের নামে করা যাবে না। বিভেদ, মতভেদ থাকলে আলোচনার মাধ্যমে জাতীয়ভাবে সমাধান করতে হবে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন- এই ধরনের কোনো নেতিবাচক কাজ করলে ক্ষতিকর হবে। যে সুযোগ আমরা পেয়েছি, সুযোগটা চিরস্থায়ী হবে না।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালামের আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, মুক্তিযোদ্ধা বীর প্রতিক এনায়েত হোসেন সুজা, ভাষা সৈনিক বদিউর রহমান তালুকদার, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলাইমান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) রাকিবুল হাসান রাসেল, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরে আলম জুয়েলসহ প্রমুখ বক্তব্য রাখেন।

১৯১৯ সালে প্রতিষ্ঠিত হওয়া দেওয়ানগঞ্জ কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়টি পরবর্তীতে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় নামে জাতীয়করন হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিকল্পনা মন্ত্রী

৯ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ