বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে শবে বরাত-৩
সুনানে ইবনে মাজায় বর্ণিত হয়েছে : হযরত আলী ইবনে আবু তালেব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
আল্লাহু জাল্লা শানুহু পিয়ারা নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি আল কিতাব এবং আল হিকমাত নাযিল করেছেন। এতদপ্রসঙ্গে আল কুরআনে ইরশাদ হয়েছে। ‘আল্লাহ পাক আপনার প্রতি আসমানী গ্রন্থ আল কিতাব (কুরআন) ও ঐশী প্রজ্ঞা আল হিকমাত (সুন্নাহ) নাযিল করেছেন এবং আপনাকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন, যা আপনি জানতেন না। আপনার প্রতি আল্লাহ পাকের অসীম করুণা রয়েছে।’ (সূরা আন্নিসা: আয়াত ১১৩)।
গভীর মনোযোগের সাথে আল কুরআন তিলাওয়াত করলে দেখা যায় যে, আল কিতাব শব্দটি ১৫টি আঙ্গিকে আল কুরআনে ব্যবহৃত হয়েছে, যথা : (১, ২, ৩) আল কিতাবা, আল কিতাবি আল কিতাবু রূপে আল কুরআনে ব্যবহৃত হয়েছে ২৩০ বার।
(৪) কিতাবান আকারে এসেছে ১২ বার। (৫) কিতাবাকা আকারে এসেছে ১ বার। (৬) কিতাবিকুম আকারে এসেছে ১ বার। (৭) কিতাবুনা আকারে এসেছে ১ বার। (৮) কিতাবাহু আকারে এসেছে ৫ বার। (৯) কিতাবিহা আকারে এসেছে ১ বার। (১০) কিতাবাহুম আকারে এসেছে ১ বার। (১১) কিতাবী আকারে এসেছে ১ বার। (১২) কিতাবিয়াহ আকারে এসেছে ২ বার। (১৩, ১৪) কুতুবুন ও কুতুবিন আকারে এসেছে ৩ বার। (১৫) কুতবিহি আকারে এসেছে ৩ বার। মোট ২৬১ বার।
আরো লক্ষ করা যায় যে, প্রাপ্ত সংখ্যা ২৬১-এর একক (২+৬+১)=৯। এই ৯ সংখ্যাটি ইঙ্গিত করছে যে, যার ওপর এই আল কিতাব নাযিল হয়েছে তিনি মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। আরবী মোহাম্মাদ নাম মোবারকে ৫টি অক্ষর রয়েছে। পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে তাঁর নাম আহমাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলে উল্লেখ আছে। আরবী আহমাদ নাম মোবারকের অক্ষর সংখ্যা ৪। এখন উভয় নাম মোবারকের অক্ষর সংখ্যার একক (৫+৪)=৯। শুধু তা-ই নয়।
এই ৯ সংখ্যাটি পিয়ারা নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জাগতিক হায়াত মোবারকের এককের প্রতিও ইঙ্গিত প্রদান করে। কেননা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জাগতিক হায়াত ৬৩ বছর। উহার একক (৬+৩)=৯। সুবহানাল্লাহ! ৯ সংখ্যাটি প্রকৃতই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সত্যতার সাক্ষী হয়ে আছে।
আরো লক্ষ করা যায় যে, এই আল কিতাব (আল কুরআন) দু’টি স্থানকে কেন্দ্র করে নাযিল হয়েছে। যেমন- (ক) মক্কাহ ও এর আশপাশের এলাকা। আরবী মাক্কাতুন শব্দের অক্ষর সংখ্যা ৪। (খ) মদিনাহ ও এর আশপাশের এলাকা। আরবী মাদীনাতুন শব্দের অক্ষর সংখ্যা ৫। এখন এই উভয় স্থানের নামের অক্ষর সংখ্যার এককও (৪+৫)=৯ই হয়। মোটকথা, আল কিতাব (আল কুরআন) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সর্বশ্রেষ্ঠ মু’জ্জিযা। আরো দেখা যায় যে, আল হিকমাতা অর্থাৎ (সুন্নাহ) শব্দটি আল কুরআনে ৬টি আঙ্গিকে ব্যবহৃত হয়েছে।
যথা : (১, ২, ৩) হিকমাতুন্ হিকমাতা, হিকমাতিন আঙ্গিকে আল কুরআনে ব্যবহৃত হয়েছে ২০ বার। (৪) মুহকামাতুন আঙ্গিকে ব্যবহৃত হয়েছে ১ বার। (৫) মুহকামা-তুন বহুবচন আঙ্গিকে ব্যবহৃত হয়েছে ১ বার। (৬) যিনি আল কিতাব ও আল হিকমাত নাযিল করেছেন তিনিই আল্লাহ, আহকামুল হাকিমীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।