Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে ভাঙলেন নীরবতা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ১২:০১ এএম

গত কয়েকদিন ধরেই বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া এবং ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে আসছে ডিসেম্বরেই তাদের বিয়ে হচ্ছে। আর সুনীল শেট্টিও নাকি মেয়ের বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন।
পাশাপাশি শোনা যাচ্ছে আথিয়া এবং কেএল রাহুল খুব তাড়াতাড়িই মুম্বাইয়ে একটি ‘আলিশান’ ফ্ল্যাট কিনতে চলেছেন। আর এই বিষয়ে অবশেষে নীরবতা ভাঙলেন আথিয়া শেট্টি এবং সত্যিটা সকলের সামনে আনলেন। তার কথা, ‘আমি অন্য কারোর সঙ্গে নয়, বরং নিজের বাবা-মায়ের সঙ্গেই নতুন বাড়িতে থাকব। আমি এবং আমার পরিবার এই ব্র্যান্ড নিউ ঘরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
ইতিপূর্বে তার বিয়ে সংক্রান্ত আরও অনেক খবরই প্রকাশ্যে এসেছিল। আথিয়াকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ‘এইসব প্রশ্নের জবাব একেবারেই দেব না। উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছি। আজকাল এসব শুনলে খালি হাসি। লোকজনকে এসব নিয়ে ভাবতে দিন। ওরা এইসবই ভাবতে চায়।’
সম্প্রতি আথিয়ার ভাই আহানও এই বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি বলেন, যে এখনো তো দু’জনের বাগদান পর্বই হয়নি। কোনও প্রস্তুতিই গ্রহণ করা হয়নি। এইসব শুধমুমাত্র গুজব ছাড়া আর কিছুই নয়। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, পিঙ্ক ভিলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ